নোয়াখালীতে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফ্রিজ মিস্ত্রি আরমান আলী (২২) ও একই উপজেলার জিরতলী ইউনিয়নের বিজয়পুর গ্রামের গুলজারের ছেলে ফয়েজ ( ১৫)।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাগো নিউজকে জানান, দুপুরে বেগমগঞ্জের বাংলাবাজার থেকে ফ্রিজ মিস্ত্রি আরমান ও ফয়েজ রসুলপুর ইউনিয়নের লাউতিল গ্রামের আলাউদ্দিনের বাড়িতে ফ্রিজের পুরোনো কমপ্রেসার বদল করে লাগানোর সময় হঠাৎ তা বিস্ফোরনণ হয় । এতে ঘটনাস্থলেই ফয়েজ মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় আরমানকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। বিস্ফোরণে ঘরের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মিজানুর রহমান/আরএআর/পিআর