ভোলায় লঞ্চের উপর ভেঙে পড়লো নারিকেল গাছ


প্রকাশিত: ১১:৩২ এএম, ০৩ অক্টোবর ২০১৫

ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী এমভি আলওয়ালিদ লঞ্চের ওপর পাড়ের তিনটি নারিকেল গাছ ভেঙে পড়ে ২০ যাত্রী নদীর পানিতে ভেসে যায়। এ ঘটনা এলাকায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা লঞ্চটিতে হামলা করে। এ সময় তারা লঞ্চটিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে লঞ্চটি দ্রুত সরে গিয়ে অন্যত্র নোঙ্গর করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টা দিকে এ ঘটনা ঘটে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বশির জানান, যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই। নারিকেল গাছ ও চাইন ভেঙে পড়লে লঞ্চের বাধা দড়ি ও চেইন ছিড়ে যায়। ওই সময় স্থানীয় কিছু লোক নদীতে পড়ে যায়।

তিনি আরো জানান, ঈদ উপলক্ষে ঢাকা ইলিশা রুটে স্পেশাল সার্ভিস হিসেবে লঞ্চটি যাতায়াত করছে। এটি সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও চরে আটকে যাওয়ার কারণে সঠিক সময়ে  ছেড়ে যেতে পারেনি।

অমিতাভ অপু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।