ভারতের মতো গণতান্ত্রিক দেশেও ধর্মীয় উন্মাদনা রয়েছে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশেও ধর্মীয় উন্মাদনা রয়েছে। পাশ্চাত্য দেশে এক সময় ধর্মীয় উন্মাদনা ছিল না। যে যে ধর্মের অনুসারী, তাকে সে ধর্ম পালন করতে হবে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে সিলেটের একটি কনভেনশন হলে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বে মানবিক মূল্যবোধের অভাব রয়েছে। শুধু টাকা থাকলে হয় না, টাকার সঙ্গে মানুষের মন থাকতে হয়। রোটারিয়ানদের মন রয়েছে মানুষের সেবা করার।
মোজাম্মেল হক আরও বলেন, তৃতীয় লিঙ্গের যারা তারাও আমাদের মতো মানুষ। আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং তাদেরকে মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, পৃথিবীতে ১২ লাখ রোটারিয়ান রয়েছেন। রোটারি একটি পরিবার। মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। সারা বিশ্বে ৩ হাজারের মতো রোটারি ক্লাব রয়েছে। রোটারি ফাউন্ডেশনে ২ বিলিয়ন ডলার রয়েছে। নিজে একজন রোটারি হিসেবে ধন্য বলে মনে করেন তিনি।
দেশে ২০ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদেরকে সবাই যদি বছরে কিছু কিছু সাহায্য করি তাহলে দারিদ্র্য বিমোচন সম্ভব।
রোটারিয়ান লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও রোটারিয়ান রোমেল এস এম পীরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, রোটারিয়ান মঞ্জুরুল হক চৌধুরী, এ কে এম সামছুল হুদা, রোটারিয়ান মির আনিসুজ্জামান প্রমুখ।
ছামির মাহমুদ/এমএসএইচ