৯৫০ মেট্রিক টন সার বোঝাই জাহাজডুবি, ১৪ নাবিককে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৩ জানুয়ারি ২০২০

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের মেহেরআলীর চর এলাকায় মোংলা বন্দর চ্যানেলে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার ভোরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা কবলিত ওই জাহাজের ১৪ নাবিককের সবাইকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে মোংলা বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে মোংলা বন্দরে নিরাপদে জাহাজ চলাচল করছে। উদ্ধারকৃত নাবিকদের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড ও মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম জানান, শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহেরআলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ নামের একটি লাইটার কার্গো জাহাজ ডুবতে থাকার খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন তারা।

Bagerhat-1

উদ্ধারকৃত নাবিকরা হলেন, জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনায় বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা ইমতিয়াজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখর উদ্দিন জানান, বঙ্গোপসাগরে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টি গোনি’ থেকে ৯৫০ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে ভোরে সুন্দরবনের মধ্যে বন্দরের পশুর চ্যানেলে ‘নিউ পারভিন-২’ নামের লাইটার কার্গো জাহাজটি মোংলা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দরের মূল চ্যানেলের বাইরে চলে গেলে দুর্ঘটনার কবলে পড়ে কার্গো জাহাজ ‘নিউ পারভিন-২। তবে মোংলা বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে মোংলা বন্দরে নিরাপদে জাহাজ চলাচল করছে বলেও জানান এ বন্দর কর্মকর্তা। দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের জন্য মালিক পক্ষ চেষ্টা চালাচ্ছে।

শওকত আলী বাবু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।