চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামে আকবরশাহ, হাটহাজারী ও চান্দগাঁও থানা এলাকায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছন। নিহতরা হলেন- হাটহাজারী থানার রূপম বড়ুয়া, আকবরশাহ থানার সেতু আক্তার (৩) ও চান্দগাঁও থানার মোতালেব মাতব্বর (৬০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, হাটহাজারী থানার ভাঙ্গারপুল এলাকায় সিএনজি অটোরিশার সঙ্গে সংঘর্ষে রূপম বড়ুয়া নামে এক মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রূপম বড়ুয়া মিরসরাই উপজেলার দমদমা এলাকার প্রফুল্ল বড়ুয়ার ছেলে। এ ছাড়া সিএমপির আকবরশাহ থানার কর্ণেলহাটের নিউ মনসুরাবাদ এলকায় সিঁড়ি থেকে পড়ে সোমবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ সুজনের মেয়ে সেতু আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিঁড়িতে খেলতে গিয়ে সেতু আক্তার পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেতু আক্তারের মৃত্যু হয়।
অপর এক ঘটনায় নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহরায় ফকিরের বাড়িতে গাছ থেকে পড়ে মোতালেব মাতব্বর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোতালেব মাতব্বর বরগুনা জেলার আমতলী থানার চাওরিয়া ইউনিয়নের চন্দ্রানগর গ্রামের আমির হোসেনের ছেলে।