ভারত থেকে আমদানিকালে ট্রাক ভর্তি দেশীয় মাছ জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৩৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯

সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকালে এক ট্রাক দেশীয় মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা-ভোমরা সড়কের বাঁশকল এলাকার বিজিবির চেকপোস্ট থেকে ট্রাকটি আটক করা হয়। রাত ৮টার দিকে মাছ ভর্তি ট্রাকটি সদর থানায় হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ।

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যবসায়ী ইসরাইল গাজী ওই ট্রাকটি কাস্টমস ক্লিয়ারেন্স করেছেন। রাজা ইন্টারন্যাশনাল নামীয় লাইসেন্সের মাধ্যমে ভোমরা কাস্টমস থেকে মাছের ট্রাকটি ছাড় করান তিনি। এছাড়া ট্রাকের মাছগুলো আমদানি করেছেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। এক মাছের নাম করে অন্য মাছ আমদানি করার কারণেই মাছগুলো আটক করেছে বিজিবি।

ঘটনার বিষয়ে জানতে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মাছ ভর্তি একটি ট্রাক বিজিবি আটকের পর থানায় জমা দিয়েছে। ট্রাকের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। কয়েকটি কার্টুন খুলে দেখা যায় তার মধ্যে বেলে মাছ রয়েছে। বাকি কার্টুন না খুলে বিস্তারিত বলা সম্ভব নয়।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারত থেকে দেশীয় প্রজাতির মাছ আমদানি নিষিদ্ধ। তবে আমদানিকারক ভারত থেকে বিপুল পরিমাণ দেশীয় প্রজাতির মাছ আমদানি করছে এমন অভিযোগে ট্রাকটি আটক করে সদর থানায় দেয়া হয়েছে। মাছের বাক্স খোলা হচ্ছে। ট্রাকে কী পরিমাণ কোন কোন প্রজাতির মাছ রয়েছে বা মাছের মূল্য কত সেটির বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

আকরামুল ইসলাম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।