পাঁচ হাজার মানুষকে শীতবস্ত্র দিলেন এমপি শাওন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি শাওন

ভোলার লালমোহন উপজেলার কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নের পাঁচ হাজার গরিব-দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে এসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন বলেন, বিএনপি সরকারের আমলে কেউ শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়নি। এমনকি শীতার্তদের খোঁজখবরও নেয়নি। একমাত্র বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। তার নির্দেশে ঘূর্ণিঝড়, বন্যা ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে রয়েছি। শেখ হাসিনার নির্দেশে তার একজন কর্মী হিসেবে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি আমি।

jagonews24

শীতার্তদের মাঝে এমপি শাওনের শীতবস্ত্র বিতরণ

এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা। সারা বিশ্বের মধ্যে শেখ হাসিনা অন্যতম সৎ রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।