এমপি ডা. ইউনুস আলীর দাফন সোমবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৮ ডিসেম্বর ২০১৯

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) প্রয়াত ডা. ইউনুস আলী সরকারের মরদেহ আগামী সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সাদুল্লাপুরের ভাতগ্রামে আনা হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ।

তিনি জানান, শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে ডা. মো. ইউনুস আলী সরকারের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ পলাশবাড়ী নেয়া হবে। সেখানে তৃতীয় জানাজা হবে। এরপর সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সাদুল্লাপুরের ভাতগ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তবে সকাল কয়টায় চতুর্থ জানাজা হবে তা পরিবেশ পরিস্থিতি অনুয়াযী পরে জানানো হবে বলেও জানান সাহারিয়া খান বিপ্লব।

এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. মো. ইউনুস আলী সরকার। তিনি ফুসফুসের ক্যানসারসহ বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫৩ সালের ১৫ জুন সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন ইউনুস আলী সরকার।

জাহিদ খন্দকার/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।