শীতার্ত মানুষের পাশে সেনা পরিবার কল্যাণ সমিতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯

গরিব, দুস্থ ও শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রামুর খুনিয়াপালং এবং রাজারকুল ইউনিয়নের ৪০০’শ মানুষকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ ডিভিশনের জিওসি'র পত্নী ও সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চলের সভাপতি শারমিন মাঈন। এ সময় সেপকস কক্সবাজার অঞ্চলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশ সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রীদের দ্বারা পরিচালিত সমিতির জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীতবস্ত্র পাওয়া হতদরিদ্র মানুষগুলো।

প্রসঙ্গত, চলতি মাসে রামু সেনা নিবাসের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামু সেনা বাহিনীর মিডিয়া সেল।

সায়ীদ আলমগীর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।