হিলিতে ১৫ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস আমদানি নিষিদ্ধ প্রভিট নামক গরু মোটাতাজাকরণ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে এ অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শুক্রবার ভোরে ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৫ হাজার পিস ভারতীয় প্রভিট ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহার হয় বলে বিজিবি জানান। উদ্ধার হওয়া ট্যাবলেটের মূল্য তিন লাখ টাকা।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর