চাকরি জাতীয়করণের দাবিতে বান্দরবানে মানববন্ধন


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০২ অক্টোবর ২০১৫

বান্দরবান জেলায় কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইনের ২২-এর ‘ঘ’ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মাসুদ খান, অনন্ত কুমার তঞ্চঙ্গ্যা, উ চা সিং মারমাসহ আরো অনেকে ।

এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশের হাজার হাজার বেকার যুবাদের চাকরি দিয়ে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন অবশ্যই তিনি তাদের চাকরি জাতীয়করণ করবেন। একই সঙ্গে ট্রাস্ট আইনের ২২ এর `ঘ` ধারা বাতিলের দাবি জানান তারা।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।