সাতক্ষীরায় ৬০টি স্বর্ণের বার উদ্ধার


প্রকাশিত: ০৯:১১ এএম, ০২ অক্টোবর ২০১৫

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া থেকে ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কুখ্যাত স্বর্ণ চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়ি থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের স্বর্ণ চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে চোরাকারবারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।