রাজশাহীতে নিখোঁজ তরুণীকে উদ্ধার করলো পুলিশ


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০২ অক্টোবর ২০১৫

রাজশাহীর তানোর থেকে নিখোঁজ হওয়া নিপা খাতুন নামের (১৮) এক তরুণীকে নগরীর হোসোনিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ওই এলাকার রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর সাইদুর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ ওই সাবেক প্রফেসরের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই মেয়েকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হওয়া নিপা খাতুনকে নগরীর হোসোনিগঞ্জ এলাকায় রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর সাইদুর রহমানের বাড়িতে আটকে রাখা হয়েছে বলে থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার। পরে অভিযোগের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এদিকে, নিপা খাতুনের মা জাহানারা বেগম ও বাবা আব্দুল ওহাব জাগো নিউজকে জানান, গত ৯ আগস্ট সকালে কাউকে কিছু না বলে তাদের মেয়ে নিপা খাতুন বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিকেল পর্যন্ত নিপা বাড়িতে না ফেরায় তারা তাকে আশপাশে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করতে থাকেন। এরপরও তাকে খুঁজে না পেয়ে গত ৩০ সেপ্টেম্বর তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে গত ২৩ সেপ্টেম্বর নিপা বাড়ির মোবাইলফোনে ফোন করে। দুই-একটি কথা বলার পর ফোনের লাইন কেটে যায়। মেয়ের কণ্ঠ শুনে তারা বুঝতে পরেন নিপাই তাদের ফোন দিয়েছে। এরপর থেকে ওই নম্বরের বারবার যোগাযোগ করলে ওই নম্বরের মালিক তার বাড়িতে নিপা থাকার বিষয়টি অস্বীকার করেন। ওই ফোন নম্বরের সূত্র ধরে রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জাগো নিউজকে জানান, মেয়েটিকে নগরীর হোসোনিগঞ্জের এক রাবির সাবেক প্রফেসরের বাসা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মেয়েটির জবানবন্দি নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওই কর্মকর্তা।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।