টেকনাফে শ্বাসরোধে শিশু হত্যা : গ্রেফতার ১
কক্সবাজারের টেকনাফে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার শিকার শিশুর নাম তৌহিদ উল্লাহ (৫)। সে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে কাটাবনিয়া এলাকার মো. ইয়াছিন তিন ছেলেকে নিয়ে বেড়িবাঁধ এলাকায় সুইচ গেইটে বড়শি নিয়ে মাছ শিকারে যান। তাকে দেখতে পেয়ে একই এলাকার তৌহিদ উল্লাহও বড়শি নিয়ে তাদের সঙ্গে মাছ শিকারে যায়। মাছ শিকারকালে মো. ইয়াছিন বড়শি টান দিলে বড়শিটি এসে তৌহিদ উলাহর চোখে আটকে যায়। চোখ থেকে বড়শি বের করতে গিয়ে বাম চোখটি বের হয়ে আসে তৌহিদ উল্লাহর। ব্যাথায় তৌহিদ চিৎকার করলে তাকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে পার্শ্ববর্তী একটি চিংড়ি প্রজেক্টের ঝোপের ভেতর ঢুকিয়ে তারা চলে আসে।
পরে তৌহিদের বাবা ছেলের খোঁজ না পেয়ে টেকনাফে ছেলের সন্ধান চেয়ে মাইকিং করেন। বৃহস্পতিবার বিকেলে সৈয়দ আহমদ জানতে পারেন তার ছেলেকে ইয়াছিন হত্যা করে ঝোপের ভেতর লুকিয়ে রেখেছেন। ইয়াছিনের ছেলেদের কাছ থেকে এ তথ্য পেয়ে সৈয়দ এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থলে যান এবং নিখোঁজ ছেলের মরদেহ সনাক্ত করেন।
খবর পেয়ে বিকেলে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম রায় সরকার চিংড়ি ঘের থেকে ডুবন্ত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহটি থানায় নিয়ে যান। পরে অভিযান চালিয়ে ঘাতক মো. ইয়াছিনকে (৩৫) গ্রেফতার করেন।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানান, শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে আটক ইয়াছিনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করেন এবং আটক ব্যক্তিকে শুক্রবার কারাগারে পাঠানো হবে বলে জানান।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস