নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের সাত দিনের কর্মসূচি
‘সহিংসতা রুখবো, শান্তির দেশ গড়বো’ স্লোগান নিয়ে বৃহত্তর নোয়াখালীতে সাতদিনব্যাপি ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৪৬তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক অহিংসা দিবসকে কেন্দ্র করে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলাতে এ ক্যাম্পেইন চলবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্ট ও স্টপ ভায়োলেন্স কোয়ালিশন এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, ‘সহিংসতা রুখবো, শান্তির দেশ গড়বো’ প্রচাভিযানের সমন্বয়ক নুরুল আলম মাসুদ ও ট্রাস্টের পিস সমন্বয়ক অসিম কুমার বকশী প্রমুখ। এ ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ২ অক্টোবর প্রখ্যাত রাজনীতিবিদ মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনকে ঘিরে ২০০৭ সালের ১৫ জানুয়ারি জাতিসংঘ তার অহিংস বাণীকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করেন। ২০১৪ সালে সারাদেশে গান্ধী আশ্রম ট্রাস্ট এবং দেশীয় ১৫টি এনজিও অংশীদারিত্বের ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় ‘সহিংসতা রুখবো শান্তির দেশ গড়বো’ শীর্ষক প্রচারাভিযান পরিচালনা করে।
সহিংসতার বিপরীতে শান্তি খুঁজে পেতে এবং সহনশীলতা, ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তরের লোকের অংশগ্রহণে সচেতনতা বাড়ানোর জন্য এ প্রচারণা পরিচালনা করা হয়। পরবর্তীতে তা স্টপ ভায়োলেন্স কোয়ালিশনে রূপ নেয়। তারই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) থেকে ১৫টি এনজিওসহ মোট ১৬টি সংস্থা অংশীদারিত্বের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে একই ধরনের প্রচারাভিযান পরিচালনা করবে।
একইভাবে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলাতে চলবে। গান্ধীজীর বিভিন্ন অহিংস বাণীগুলো তুলে ধরতে যেসব কর্মসূচি পালিত হবে তার মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, শান্তি-সম্প্রীতির স্বপক্ষে স্বাক্ষর সংগ্রহ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ছবি প্রদর্শন, ডায়ালগ/আলোচনা সভা ও সেমিনার।
মিজানুর রহমান/বিএ