মাদারীপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০১ অক্টোবর ২০১৫

ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি গ্রামে বৃহস্পতিবার বিকেলে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার। ঈদ উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচে ইলিয়াছ কাজী সংঘ ও রুবেল কাজী সংঘের মধ্যে অনুষ্ঠিত খেলায় রুবেল কাজী সংঘ ২-০ পয়েন্টে ইলিয়াছ কাজী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা উপভোগ করার জন্য হাজারো ক্রীড়ামোদি জনগণের উপস্থিতিতে খেলার মাঠটি কানায় কানায় ভরে যায়। হারিয়ে যাওয়া হা-ডু-ডু খেলা পুনরুজ্জীবিত করার মধ্য দিয়ে ক্রীড়ামোদিরা খেলাটি ধরে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজক কমিটির আহ্বায়ক ধুরাইল ইউনয়নের চেয়ারম্যান মো. মুজিবর রহমান হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন চেয়ারম্যান মো. মুজিবর রহমান মৃধা।

এ কে এম নাসিরুল হক/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।