বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৫), একই এলাকার মড়লপাড়া গ্রামের কালুর ছেলে রাজু (২৩) এবং চিল্লাহিপাড়া গ্রামের সাইদুলের ছেলে আনোয়ার (২৬)।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩টার দিকে ৪০-৫০ জনের একটি চোরাকারবারি দল মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।
এ সময় ভারতের সোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হন। এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা নিলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বুকের বাম বাহুতে গুলি লেগেছে। আহতরা ফেনসিডিল ও গরু চোরাচালানের সঙ্গে জড়িত।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। তবে বিভিন্ন সূত্রে জেনেছি আরও দুজন আহত হয়েছে।
এএম/জেআইএম