থানায় ‘বীর মুক্তিযোদ্ধা হেল্প ডেস্ক’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৯

 

থানায় সেবা নিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় এজন্য নওগাঁ সদর থানায় ‘বীর মুক্তিযোদ্ধা হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়ার উদ্যোগে এ সেবা চালু করা হয়। থানায় ডিউটি কক্ষের পাশেই এ ‘বীর মুক্তিযোদ্ধা হেল্প ডেস্ক’।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা গোলাম সামাদানি, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন, তদন্ত কর্মকর্তা ফায়সাল বিন আহসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপারকে ধন্যবান জানিয়ে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার হারুন অর রশীদ বলেন, মুক্তিযোদ্ধারা এখন থেকে কোনো ধরনের সমস্যায় পড়লে থানায় গিয়ে আশ্রয় নিয়ে পুলিশের সেবা নিতে পারবে। যা যুগোপযোগী পদক্ষেপ বলে আমরা মনে করছি। এছাড়া তিনি নিজ উদ্যোগে গত ১৬ ডিসেম্বর থেকে নওগাঁ সদর হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কেবিনের ব্যবস্থা করেছেন। দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা কমছে। আমরা মনে করছি পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের একটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, মুক্তিযোদ্ধারা অনেক বয়স্ক। থানায় সেবা নিতে গিয়ে দেখা যায় তারা বসার জায়গা পান না, কাঙ্ক্ষিত সেবা পান না। তাই মুক্তিযোদ্ধা কমান্ডারের সঙ্গে আলোচনা করে ‘হেল্প ডেস্ক’ চালুর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সদর থানায় প্রায় ৯০০ জন মুক্তিযোদ্ধা আছেন। তাদের একটা তালিকা থানায় থাকবে। তাদের কাঙ্ক্ষিত সেবার ব্যবস্থা নিশ্চিত করা হবে। শুধু সদর থানায় না পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানায় এ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার মধ্যে দিয়ে বাংলাদেশ পুলিশ সম্মানিত বোধ করবে।

আব্বাস আলী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।