চিফ হুইপের ক্ষোভ প্রকাশে যোগ দিলেন ১৮ চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৮ জন চিকিৎসক যোগ দিয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় যোগ দিয়ে চিকিৎসক সংকটের চিত্রসহ নানা সংকটের খোঁজখবর নেয়ার পরই নতুন ১৮ চিকিৎসক যোগ দিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে নিয়োগপ্রাপ্ত ১৩ জন চিকিৎসকের মধ্যে চারজন প্রেষণে, দুজন অন্যত্র বদলি হয়েছেন। ট্রেনিংসহ মাত্র পাঁচজন চিকিৎসক কর্তব্যরত ছিলেন।

এতে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হতো তেমনি সাধারণ মানুষকেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে হতো। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময় আবেদন করেও চিকিৎসক পাওয়া যাচ্ছিল না।

গত ৩০ নভেম্বর শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। সেদিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকটের চিত্র দেখতে পান তিনি।

এছাড়া নানা সংকটের চিত্র জেনে যান লিটন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর এক সপ্তাহের মধ্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসককে পদায়ন দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোকাদ্দেস শাহীন বলেন, ৩৯তম বিসিএসের ১৮ জন চিকিৎসককে শিবচরে পদায়ন দেয়া হয়েছে। সম্প্রতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকট নিয়ে মতবিনিময় সভা করে জেনে যান। এরপরই ১৮ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।