বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৭০ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন
ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাটে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ৭০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা দেয়া হয়েছে। শনিবার দিনব্যাপী এ সুন্নতে খতনার উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি নাজমুল করিম দুলালের সহযোগিতায় ও ফেনী ইবনে হাসমান হাসপাতালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সুন্নতে খতনা ক্যাম্পে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. আবদুল গোফরান মোল্লা।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর মজলিশপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আমান উল্যাহ, বগাদানা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার লকিয়ত উল্যাহ, ফরিদ উদ্দিন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিকাশ কুরি, সমাজসেবক ডা. জসিম উদ্দিন, কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মাস্টার সামছুল হক, কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, বঙ্গবন্ধু পরিষদের কুঠিরহাট শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াছ সুমন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সুন্নতে খতনা করা শিশুদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
রাশেদুল হাসান/এমএএস/জেআইএম