বেগমগঞ্জে চাঁদাবাজিকালে ভুয়া ডিজিএফআইয়ের সদস্য আটক


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০১ অক্টোবর ২০১৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে চাঁদাবাজিকালে মো. শহিদ উল্লা (৩০) নামে গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) পরিচয়দানকারী এক ভুয়া সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত শহিদ উল্লা লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের হাজীপাড়া এলাকার হাজীবাড়ীর তরিক উল্লার ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে শহিদ উল্লা চন্দ্রগঞ্জ বাজারের হামিদিয়া হোমিও হলে এসে নিজেকে গোয়ান্দা সংস্থা ডিজিএফআই এর পরিচয় দিয়ে দোকানের মালিক আকমলের কাছে তার প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে আকমল তাকে কাগজপত্র দেখালে শহিদ তার কাছে তিন হাজার টাকা দাবি করে। এ সময় স্থানীয়রা শহিদকে আটক করে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভুয়া ডিজিএফআইয়ের সদস্য শহিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়দানের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

মিজানুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।