নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০১ অক্টোবর ২০১৫

নোয়াখালীর সেনবাগে অস্ত্রসহ কাজী ইমন (১৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজীরখিল গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের কাজী গোফরানের ছেলে।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, উক্ত গ্রামের আবদুর রহিমের জয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে কাজী ইমন প্রায়ই উত্যক্ত করেন। এ নিয়ে তার চাচাতো ভাই প্রতিবাদ করলে দুপুরে ইমন অস্ত্র নিয়ে তাকে তাকে হত্যা করার জন্য আসলে এলাকাবাসী একত্রিত হয়ে তাকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।