চাতালে ঢুকেছে বলে এমন শাস্তি!


প্রকাশিত: ১১:২১ এএম, ০১ অক্টোবর ২০১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় চাল কলের চাতালে প্রবেশ করার অপরাধে ২ শিশুকে বেধড়ক পিটিয়ে জখম করেছেন চাতাল মালিক। বুধবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলা টংভাঙ্গা গ্রামের আসাদুজ্জামানের ছেলে হাতীবান্ধা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র (৯) হামিম ও টংভাঙ্গা গ্রামের আসাদুজ্জামানের ছেলে মোস্তাকিন (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে টংভাঙ্গা এলাকার খিজির আহম্মেদের চাতালে ঢুকে খেলাধুলা করার সময় চাতাল মালিক ক্ষিপ্ত হয়ে তাদেরকে আটকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা হাসপাতালে সরেজমিনে দেখা যায়, শিশু দুটির পিঠসহ গোটা শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন। প্রচণ্ড ব্যাথায় ছটফট করছে শিশু হামিম ও মোস্তাকিন।

শিশু মোস্তাকিন জাগো নিউজকে বলে, আমি ওই চাতালের পাশে পুকুর পাড়ে বসেছিলাম। আর হামিম চাতালে একাই খেলছিল। হঠাৎ সেখানে চাতালের মালিক এসে আমাদের পেটাতে থাকেন। বলতে বলতে কান্না শুরু করে শিশু মোস্তাকিন।

এদিকে শিশু পেটানোর বিষয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার হলে ঘটনাটি ভিন্ন খাতে নিতে চাতাল মালিক খিজির আহম্মেদে নিজেই হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। শুধু তাই নয় এ নিয়ে আহত শিশুদের অভিভাবকদের নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

খিজির আহম্মেদ জাগো নিউজকে বলেন, ওই বাচ্চা দুটি আমার চাতালে ঢুকে জুয়া খেলছিল। তাই তাদেরকে শাসন করেছি মাত্র।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন জাগো নিউজকে জানান, খিজির আহম্মেদ নামের এক ব্যাক্তি থানায় অভিযোগ করায় ঘটনা তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তবে আহত দুই শিশুদের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রবিউল হাসান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।