বড়দের সঙ্গে শিশুরাও ভিড় করেছে স্মৃতিসৌধে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৯

বিজয়ের চার যুগ (৪৮ বছর) পর বড়দের সঙ্গে শিশুরাও ভিড় করেছে স্মৃতিসৌধে। আজ (১৬ ডিসেম্বর) সকাল থেকেই একাত্তরের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কপালে পতাকা পেঁচিয়ে ফুল হাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দেখা গেছে বিপুল সংখ্যক শিশুকেও।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের দীর্ঘ সারিতে অপেক্ষায় ছিল হাজার হাজার শিশু। কেউ বাবা-মায়ের হাত ধরে, কেউবা বন্ধুদের সঙ্গে কচি হাতে রক্তিম ফুল নিয়ে এসেছে।

Savar-Child-4.jpg

অনেকে এবারই প্রথম স্মৃতিসৌধে এসেছে। তাদেরই একজন ৪ বছরের ফাতেমা। বাবার সঙ্গে প্রথমবারের মতো স্মৃতিসৌধে এসেছে সে। মুক্তিযুদ্ধ কী? কবে হয়েছে তাও জানা নেই তার। তবুও জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভুল করেনি। বাবার হাত ধরে একটি গোলাপ ফুল ছড়িয়ে দিয়েছে স্মৃতিসৌধের বেদিতে।

ছোট্ট এই মেয়েকে নিয়ে ধামরাই থেকে আসা আফজালুর রহমান জানান, আজকের শিশুরাই আগামী দিনের মুক্তিযুদ্ধের চেতনা বহন করবে। তাদের মাধ্যমেই মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের বুকে হাজার হাজার বছর লালিত হবে। শিশুরা যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল ধারণা না পায়, বা ভুল পথে না যায় সে জন্যই মূলত তাদের সঙ্গে নিয়ে আসা প্রয়োজন।

Savar-Child-4.jpg

আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মামার সঙ্গে এসেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া। সে জানায়, টিভিতে অনেকবার স্মৃতিসৌধ দেখেলেও এইবারই প্রথম এখানে এসেছে। অনেক ভাল লাগছে।

এর আগে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ।

আল-মামুন/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।