সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০১ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিড়িয়ারগাঁও গ্রামের রিয়াজ উদ্দিন ও একই গ্রামের কাচা মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন,  রিয়াজ উদ্দিন (৪২), জালাল উদ্দিন (৪০), একনুরনেছা (৪৫) ও সাফিক মিয়া (২৫)। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী জানান, ছিড়িয়ারগাঁও গ্রামের আ. লীগ সমর্থক রিয়াজ উদ্দিন ও একই গ্রামের বিএনপি সমর্থক কাচা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।