চাঁদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পর্যায়ের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে শাহরাস্তির শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে ফরিদগঞ্জের দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে মতলব উত্তরের মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে মতলব দক্ষিণ খোনা ওয়াছিম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত ছিলেন।
ইকরাম চৌধুরী/বিএ