লক্ষ্মীপুরে মা ইলিশ শিকারের দায়ে আটক ১৩


প্রকাশিত: ১১:০১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। এসময় জব্দ করা হয় নিষিদ্ধ জাল ও মা-ইলিশ।

বুধবার রাতে রামগতির মেঘনা নদীর ওচখালী, টাংকির খাল ও চর আবদুল্লাহ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আট জলেকে আটক করে। একই সময় কমলনগরে মেঘনা নদীর লুধূয়া ও আশপাশের এলাকা থেকে আরো পাঁচজনকে আটক করা হয়।

রামগতিতে আটক জেলেরা হলেন চর টগবী গ্রামের বাসিন্দা মৃত শামছুল হকের ছেলে মো. হুমায়ুন কবির (২৫) একই এলাকর মৃত নুর গাজীর ছেলে মো. ইউনুছ (৩২), ফরিদ উদ্দিনের ছেলে মো. রিপন (২০), শিক্ষা গ্রামের বাসিন্দা মো. রতনের ছেলে শেখ আহাদ (২১), নুর উদ্দিনের ছেলে মো. রহমান (২০), আবদুর রশিদের ছেলে মো. লিটন (৩০), জহির উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন (৩০) এবং ওয়াজি উল্যার ছেলে নুর আলম (৩৫)।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মেঘনায় মা ইলিশ শিকার করছিল, এ খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত হাজার মিটার জাল ও ২০টি মা ইলিশ জব্দ করা হয়।

এদিকে, কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন জানান, নদীতে ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১’শ কিলোমিটার এলাকায় মাছধরা যাবে না। পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

কাজল কায়েস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।