খুলনায় স্বামী হত্যার দায় স্বীকার স্ত্রীর
পরকিয়া প্রেমের জেরে স্বামী আলম শেখকে (৩৪) হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় স্ত্রী মনিরা বেগম (৩০) ও তার প্রেমিক ইমরান। এরপর প্রেমিক ইমরানের সঙ্গে চলে যায়। বুধবার বিকেলে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক ইকবালের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে মনিরা বেগম।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ আদালতের বরাত দিয়ে বলেন, গত ২ এপ্রিল নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ডাক্তার গলি এলাকায় রিকশাচালক আলম শেখ বাসায় ফিরে দেখেন তার স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে আছেন ইমরান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ইমরানকে একটি চড় মারেন। চড় খেয়ে ইমরান ঘরে থাকা ইলেকট্রিক তার দিয়ে আলম শেখকে শ্বাসরোধ করে হত্যার পর প্লাস্টিকের দড়ি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দেয়।
মনিরা বেগম এ সময় স্বামীকে হত্যার বিষয়টি প্রকাশ করে দিতে চাইলে ইমরান তাকেও হত্যার হুমকি দেয়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। গত ২৮ সেপ্টেম্বর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পায় পুলিশ। প্রতিবেদনে আলম শেখকে গলায় ফাঁস দিয়ে হত্যার প্রমাণ মেলে।
তিনি আরো জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের পর গত ২৯ সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা এলাকা থেকে মনিরা বেগমকে গ্রেফতার করা হয়। মনিরা ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানে সম্মত হলে তাকে আদালতে হাজির করা হয়।
জবানবন্দি প্রদান শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ঘটনায় ইমরানের পিতা ও মনিরা বেগমের ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ।
আলমগীর হান্নান/এআরএ/পিআর