ঈশ্বরদীতে রেলওয়ে কর্মচারীকে কুপিয়ে রক্তাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে মামুন হোসেন (৪৩) নামে এক রেলওয়ে কর্মচারীকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাকশী বাজার এলাকার পাকশী রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে

আহত মামুন হোসেন রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের ডিইএন-১ এর অফিস সহকারী হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মুখোশধারী ৫/৬ জন সন্ত্রাসী অন্ধকারের মধ্যে মামুনের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

পাকশী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার লিটন হোসেন জানান, মারাত্মক আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে পাকশী রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, আহত মামুনের গ্রামের বাড়ি ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর তালতলা মোড়ে। কারা কী কারণে তাকে এভাবে কুপিয়ে জখম করেছে তা জানাতে পারেননি লিটন হোসেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।