স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০১:১২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে মো. ইলিয়াছ নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ শফিকুর রহমানের আদালতে আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

এছাড়াও আদালত আসামি ইলিয়াছকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর পারিবারিক কলহের জেরে জেলার আলীকদমের পানবাজার এলাকার একটি রাবার বাগানে স্ত্রীকে গলা টিপে হত্যা করে ইলিয়াছ। পরে মাটিতে লুকিয়ে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইলিয়াছের বাড়ির মালিক বজল আহম্মেদ বাদী হয়ে আলীকদম থানায় হত্যা মামলা দায়ের করেন।

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।