উন্নয়নের কারণে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : নাসিম


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

দেশে উন্নয়নের ধারা অব্যহত থাকায় বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলা ২০১৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে ছিটমহল সমস্যার সমাধান, বিশাল সমুদ্র জয়, জঙ্গী দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, মাতৃমৃত্যু হার কমানোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। এর ফলে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিসহ দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবার পথে পা বাড়িযেছে। উন্নয়নের এই ধারা অব্যহত থাকায় বিশ্বের কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে স্থান পেয়েছে।

সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত এ উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন দেবপদ রায় প্রমুখ।

বাদল ভৌমিক/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।