অস্বচ্ছল রোগীদের সহায়তায় ফ্রি চক্ষুশিবির


প্রকাশিত: ১২:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

অ্যাডভোকেট বদিউল আলম জেবুন্নেছা বেগম ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের চন্দনাইশে রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ফ্রি চক্ষুশিবির। রোববার সকাল ৯টা হতে চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের ফতেনগর শরীফুন্নেছা নজিরউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। প্রায় সহস্রাধিক চক্ষু রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয় যাদের মধ্যে ১০০ জনকে বিনামূল্যে সার্জারিসহ পরবর্তী চিকিৎসা দেয়া হবে।

এই সেবা প্রদানে সহযোগিতায় ছিলো শেভরন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এই উদ্যোগের উদ্বোধন করেন সাবেক সচিব ডা. কে এম ফরিদ উদ্দিন। সমিতির সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এম.পি; পৃষ্ঠপোষক অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট বদিউল আলম জেবুন্নেছা বেগম ট্রাষ্ট-এর সম্মানিত ট্রাষ্টি ও টপ অব মাইন্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর সালমা আদিল প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২ অক্টোবর, ৯ অক্টোবর এবং ১৬ অক্টোবর এই তিন দফায় অ্যাডভোকেট বদিউল আলম জেবুন্নেছা বেগম ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও চন্দনাইশ সমিতির সার্বিক তত্ত্বাবধানে শহরের শেভরন আই হসপিটালে পর্যায়ক্রমে বাছাইকৃত ১০০ জনকে ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

এই মহতী উদ্যোগ উপলক্ষে বিএজেবি (বদিউল আলম জেবুন্নেছা বেগম) ট্রাস্টের চেয়ারম্যান ও টপ অব মাইন্ডের সিইও, জিয়াউদ্দিন আদিল বলেন, এধরনের সমাজসেবামূলক উদ্যোগ ছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে আমরা গ্রামের অনেক দুস্থ পরিবারকে আলোকিত সুন্দর প্রজন্ম গড়তে শিক্ষা সহায়তা ভাতা ও শিক্ষা বৃত্তি দিচ্ছি। বিজ্ঞপ্তি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।