যশোরে ভ্যানচালক হত্যা : আসামির মৃত্যুদণ্ড


প্রকাশিত: ১২:০৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

যশোরে বিল্লাল হোসেন নামে এক ভ্যানচালক হত্যার সঙ্গে জড়িত থাকায় আসামি ফারুক হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা বুধবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফারুক জেলার ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারপক্ষের আইনজীবী এসএম বদরুজ্জামান পলাশ।

আদালত সূত্র মতে, ২০০৮ সালের ৩১ আগস্ট ভ্যানসহ নিখোঁজ হন বেনাপোল বন্দর থানা এলাকার আমির শেখের ছেলে বিল্লাল হোসেন। এরপর সকালে ঝিকরগাছা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা হয়। মামলার একমাত্র আসামি ফারুকে বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ফাঁসির আদেশ দিয়েছেন।

মিলন রহমান/ এমএএস/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।