রাতের আঁধারে কৃষকের ডালক্ষেত পুড়িয়ে দিল দুর্বৃত্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৯
হতাশ হয়ে ডালক্ষেতে বসে আছেন কৃষক

যশোরের বেনাপোল সীমান্তে পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিন নামে এক বর্গা চাষির ২৫ কাঠা জমির খেসারি কলাই ডাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনের উত্তাপে ক্ষেতের অনেকগুলো আম গাছের চারাও পুড়ে যায়।

রোববার (০৮ ডিসেম্বর) গভীর রাতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক বেনাপোলের বড়আঁচড়া গ্রামের গণি শেখের ছেলে।

কৃষক শাহাবুদ্দিন বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। পরের জমি বর্গা নিয়ে চাষ করি। রাতে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে বর্গা নেয়া কলাই ক্ষেতে আগুন জ্বলতে দেখে খবর দেয় প্রতিবেশীরা। দৌড়ে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় কিছু ফসল রক্ষা করতে পারলেও অধিকাংশ পুড়ে যায়। এতে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। কীভাবে ধারদেনা পরিশোধ করব তা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।’

স্থানীয়রা জানান, অসহায় এই কৃষকের ক্ষেতের ফসল যারা শত্রুতা করে পুড়িয়ে দিয়েছে তাদের গ্রেফতারের দাবি জানাই। যাতে অন্য কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ জানালে তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

জামাল হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।