পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ২০ জেলের জরিমানা


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে রাজবাড়ীর ২০ জেলেকে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৫৫ কেজি ইলিশ মাছ জব্দ করা  হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গোয়েন্দা পুলিশ ও মৎস বিভাগের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ এবং মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল ৫৫ কেজি ইলিশ মাছসহ ২০ জেলেকে আটক করা হয়। পরে আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রওশন আরা পলির আদালতে হাজির করা হয়। এ সময় মৎস্য সংরক্ষণ আইনে ২০ জেলেকে দুই হাজার টাকা করে, অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়।  

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, ২৫ সেপ্টেম্বর হতে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি করা এবং পরিবহন করা সম্পূর্ণ নিষেধ থাকার পরও ওই জেলেরা মাছ ধরছিল। পদ্মা নদীতে মাছ ধরা অবস্থায় তাদের হাতে নাতে আটক করা হয়েছে।

রুবেলুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।