নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নওগাঁর মান্দা উপজেলার বৈদ্যপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় বাপ্পি (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাপ্পি ময়াই গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে বাপ্পির বাবার নাম এবং আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বাপ্পি সকালে ময়াই গ্রাম থেকে একটি মোটরসাইকেলে করে মান্দা ফেরিঘাটে যাচ্ছিল। পথিমধ্যে বৈদ্যপুর এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
এসএস/এমএস