আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালি


প্রকাশিত: ০৪:১৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল ৯টার দিকে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানসহ বিভিন্ন এনজিও কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, তথ্য জানার অধিকার সবার রয়েছে। তাই সকলকে তথ্য দেয়া ও নেয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।