শিবচরে বাল্যবিয়ের দায়ে বরসহ তিনজনের কারাদণ্ড


প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

বাল্যবিবাহের অপরাধে মাদারীপুরের শিবচরে বর, বরের মা ও কনের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের আনসের বেপারীর ছেলে আ. লতিফ বেপারীর (২৫) সঙ্গে পার্শ্ববর্তী খাড়াকান্দি গ্রামের আ. রাজ্জাক মাদবরের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রীর সঙ্গে উভয় পরিবারের সম্মতিক্রমে বিবাহের আয়োজন করা হয়।

বিবাহ উপলক্ষে অতিথিদের নিমন্ত্রনও করা হয়। রান্না-বান্নাও প্রায় শেষ। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদের নেতৃত্বে বর ও কনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে বর আ. লতিফ বেপারী, বরের মা নুরজাহান বেগম (৫৫) ও কনের বাবা আ. রাজ্জাককে আটক করা হয়। এসময় আটককৃত তিনজনকে বাল্যবিবাহের অপরাধে চারদিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

একেএম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।