৯৯৯ এর ফোন পেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০২ ডিসেম্বর ২০১৯

রোববার (১ ডিসেম্বর) রাত ১১টা ২৪ মিনিট। চাঁদপুরের মতলব দক্ষিণ থানা এলাকা থেকে আরিফ (ছদ্মনাম) নামে একজন জাতীয় হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান।

তিনি জানান, তার প্রতিবেশী তৃতীয় শ্রেণির এক ছাত্রী (১০) খুব কান্নাকাটি করছিল এবং অস্বাভাবিক আচরণ করছিল। পরে শিশুটি জানায়, তার প্রতিবেশী মুদি দোকানদার দীন মোহাম্মদ (৫৫) তাকে চিপস ও চকলেটের লোভ দেখিয়ে দোকানের ভেতর নিয়ে জোর করে আটকে রেখে যৌন নির্যাতন করেছে এবং ছুরি ধরে ভয় দেখিয়েছে। এ ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলবে বলে ভয় দেখিয়েছে। এ নিয়ে সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

৯৯৯ তাৎক্ষণিকভাবে আরিফকে মতলব দক্ষিণ থানা পুলিশের ওসির সঙ্গে কথা বলিয়ে দেন। ওসি সঙ্গে সঙ্গে তার থানার একটি মোবাইল টিমকে ঘটনাস্থলে পাঠান। মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে ৯৯৯ কে জানায়, তারা নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করেছেন এবং নির্যাতনকারী মুদি দোকানদার দীন মোহাম্মদকে আটক করেছেন।

পরে মতলব দক্ষিণ থানা ৯৯৯ কে জানায়, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং ডাক্তারি রিপোর্ট মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।