কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

গাজীপুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বহিরাগতরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ সময় ওই কলেজের শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগরীর কোনাবাড়ি এলাকার ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টার পর থেকেই অনুষ্ঠান চলছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্থানীয় রথখোলা এলাকার এক যুবক সেখানে প্রবেশের চেষ্টা করে। এ সময় ছাত্ররা তাকে বাধা দেয়। এতে ওই যুবক ক্ষুব্ধ হয়ে আরও দুইজন সঙ্গী নিয়ে অডিটরিয়ামে আসে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক নাজমুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে ওই শিক্ষককে মারধর করে তারা। এ সময় শিক্ষার্থীরা বহিরাগত ওই তিন যুবককে পাল্টা মারধর করে।

gazipur-(1)

পরে তারা বাইরে গিয়ে ২৫-৩০ জন যুবককে সংগঠিত করে দেশীয় অস্ত্র নিয়ে অডিটরিয়ামের ভেতরে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অডিটরিয়ামের চেয়ার, দরজা-জানালার কাঁচ ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তাদের এলোপাতাড়ি হামলায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী মৃদুল (২০) ও সৌরভকে (১৭) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম বলেন, মাত্র কয়েক মিনিটে বহিরাগতরা এ ঘটনা ঘটিয়ে বীরদর্পে চলে যায়। কাউকে চিনতে পারা যায়নি।

gazipur-(1)

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এক বহিরাগত যুবকের ভেতরে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।