রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ৩০ নভেম্বর ২০১৯

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হয়েছে। ২০১৭ সালের ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব নিউক্লিয়ার ক্লাবের গৌরবান্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ নভেম্বর) রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ পরমাণুশক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দুুুুপুরে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা, বিকেলে নানা ধরনের দেশীয় খেলা ও সন্ধ্যায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি টানা হবে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক, প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, এএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর প্রকল্পের রাশিয়ান প্রকল্প পরিচালক সের্গেই লাসতোচকিন, পরমাণু শক্তি কমিশনের তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ, পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী, পাকশি পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

প্রকল্প পরিচালক সৈকত আকবর জানান, রাশিয়ার সর্বাধুনিক সর্বশেষ প্রযুক্তিনির্ভর প্রকল্প নবভরনেস বিদ্যুৎকেন্দ্রের রেফারেন্স প্লান্ট এ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুই ইউনিট বিশিষ্ট এ বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ৩জি+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়েক্টর স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, এ বছরে আমরা দিবসটিকে সীমিতভাবে পালন করবো। দিনটি আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন আমরা নিউক্লিয়ার বিশ্বে পদার্পণ করেছি। এ দিনটিকে জাতীয়ভাবে প্রতি বছর উদ্যাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।