বিলাইছড়িতে ২ জনকে কুপিয়ে হত্যা, আহতদের অবস্থাও আশঙ্কাজনক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বাগানে গরু প্রবেশ করাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের দায়ের কোপে একই পরিবারের ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বিলাইছড়ি সদর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দীপংকর তংচঙ্গ্যা (২৫) এবং শ্রীকান্ত তংচঙ্গ্যা (২৭)। আহতরা হলেন, সোনাবালা তংচঙ্গ্যা (৩১) এবং প্রশান্ত তংচঙ্গ্যা (৮)।

নিহত ও আহতরা সবাই স্বপন তংচঙ্গ্যা নামের এক ব্যক্তির পরিবারের সদস্য বলে জানা যায়। অন্যদিকে হামলাকারী ব্যক্তির নাম লক্ষীদয় মারমা বলে জানা গেছে।

বিলাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার সময় বাগানে গরু প্রবেশ করে ফসল খেয়েছে এমন অভিযোগ তুলে লক্ষীদয় মারমা নামের এক ব্যক্তি একটি ধারালো দা দিয়ে স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এসময় দায়ের কোপে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং হাসপাতালে আনার পথে আরও একজন মারা যায়। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

হামলাকারী লক্ষীদয় মারমা পালিয়ে গেছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

সাইফুল বিন হাসান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।