মাছ ধরার সময় মিয়ানমারের ১৬ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৯ নভেম্বর ২০১৯
ফাইল ছবি

বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে (জেলে) আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সেন্টমাটিনের ৫৬ নটিক্যাল মাইল বাংলাদেশ সমুদ্রসীমানার ভেতর থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের সেন্টমাটিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করায় সেখান থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়। বিকেলে আটকদের সেন্টমাটিন থেকে টেকনাফ থানায় হস্তান্তর করার জন্য রওয়ানা করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত পরিচয় জানা গেছে। তারা হলেন- আরাকানের চান্দামার এলাকার ফজল আহমেদের ছেলে মো. কাশেম (৩৫), আবদুল হাইয়ের ছেলে নুর হাসিম (১৯), ফিরোজ হোসেনের ছেলে মো. জলিল (২২), আবু ফজলের ছেলে আবু শহীদ (১৯), আবদু রহিমের ছেলে নবী হোসেন (২০), আহমদ হোসেনের ছেলে হাবিবুর রহমান (৪১), মো.ইউসুফের ছেলে মো. হোসেন (২০), মো. তৈয়বের ছেলে মো. রবি (২০) ও আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৫)। তাদের একই এলাকার সাদেক হোসেনের মালিকানাধীন বোট থেকে আটক করা হয়।

এছাড়া একই এলাকার সলিম উল্লাহর মালিকানাধীন বোট থেকে মো. নাসিরের ছেলে রফিক মাঝি (৩০), আবদু সালামের ছেলে মো. ধলা (১৭), আবুল কাশেমের ছেলে মুহা. শাকের (২৭), মুহাম্মদ ইসার ছেলে ইসা আলম (২০), আহমদ হাবেদ (১৩) ও নাসিরের ছেলে কছিরকে (২০) আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান খান জানান, বাংলাদেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে বলে শুনেছি। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের থানায় সোপর্দ করা হয়নি। হস্তান্তরের পর কোস্টগার্ড ও ঊর্ধ্বতনদের নির্দেশনা মতো ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।