পাকশী রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদে ১৫ দিনের আল্টিমেটাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৩১ এএম, ২৭ নভেম্বর ২০১৯

পাবনার পাকশী রেলওয়ের জায়গায় অবৈধভাবে অবস্থানকারীদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে বাসা খালি করতে নোটিশ দেয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এসব স্থাপনা খালি করা না হলে জরিমানাসহ আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রেলওয়ে পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পাকশী এলাকায় রেলওয়ে কোয়ার্টার সমূহে অবৈধভাবে বসবাসকারী এবং কোয়ার্টার এলাকায় রেলওয়ের পতিত ভূমিতে অবৈধ স্থাপনায় বসবাসকারী ব্যক্তিদের জানানো হচ্ছে যে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক এসব এলাকা এবং কোয়ার্টারসমূহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ফোর্স বেইজ তৈরির জন্য অন্য সংস্থার নিকট হস্তান্তর করা হবে।

এমতাবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে কোয়ার্টার এবং নির্মিত স্থাপনা সমূহ হতে নিজ নিজ মালামাল খালি করাসহ এ সকল বাড়ি ও বাসা পরিত্যাগ করতে হবে। এ ব্যাপারে গাফিলতি করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদসহ জরিমানা করা হবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।