বালিয়াকান্দি থেকে অপহৃত স্কুলছাত্রী মাগুরায় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:২৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে অপহৃত এক জেএসসি পরীক্ষার্থীকে অপহরণের ১১ দিন পর মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রহিম মোল্লা (২৩) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ওই ছাত্রীকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। রহিম মোল্লা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামের মঞ্জু মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই দিপন কুমার মন্ডল জানান, চলতি মাসের ১৬ নভেম্বর উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তা থেকে এক জেএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়। এ বিষয়ে ২৫ নভেম্বর সোমবার ওই ছাত্রীর মামী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ৩ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি বলেন, রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশনায় মাগুরা সদর থানা এলাকায় থানার এসআই অংকুর কুমার ভট্রাচার্য্য ও ফোর্সদের সহযোগিতায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও প্রধান অভিযুক্ত রহিম মোল্লাকে গ্রেফতার করা হয়।

রুবেলুর রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।