সন্ত্রাসীদের গুলিতে জেএসএসের কর্মী নিহত


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৬ অক্টোবর ২০১৪

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- জেএসএসের এক কর্মী নিহত হয়েছে। রোববার সকালে বাঘাইছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুশীল চাকমা (৩৭)। তিনি বাঘাইছড়ি উপজেলা শাখার জেএসএসের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সচীব চাকমা জানান, রোববার সকালে বাঘাইছড়ি উপজেলাধীন রাবার বাগান এলাকায় আগে থেকে ওৎঁ পেতে থাকা একদল সন্ত্রাসীরা গুলি চালিয়ে সুশীল চাকমাকে হত্যা করে।

এ বিষয়ে রাঙামাটির বাঘাইছড়ি থানার কর্মকর্তা আজিজুল হক জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।