রাতেও অফিসে ওড়ে জাতীয় পতাকা, কর কমিশনার বললেন সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ নভেম্বর ২০১৯

কর অঞ্চল খুলনার অফিস প্রাঙ্গণে রাতেও ওড়ে জাতীয় পতাকা। এতে সরকারি এই প্রতিষ্ঠানে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টায় ওই অফিসের সামনে পতাকা উড়তে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন জানান, কর অঞ্চল খুলনা অফিসে প্রায়ই রাতে জাতীয় পতাকা দেখা যায়। প্রতিদিন সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যাস্তের আগে পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তা মানছেন না। এ ব্যাপারে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

এ বিষয়ে খুলনা কর অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সর্বনাশ। আমি দ্রুত খোঁজ নিয়ে পতাকা নামানোর ব্যবস্থা করছি। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।