কসবায় প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় হাজী আবু নাসের (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে কসবা পৌরশহরের গৌরিয়ারূপ দক্ষিণপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত আবু নাসের দক্ষিণপাড়া মহল্লার মৃত আবদুল খালেকের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, গৌরিয়ারূপ গ্রামের বাসিন্দা মুসলেম উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৬৪), মিন্টু মিয়া (৬২), ইসমাইল (২৮), দৌলত মিয়া (৩৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গৌরিয়ারূপ গ্রামের দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা হাজী আবু নাসেরের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের কিছু লোকের একটি মাদ্রাসা নিয়ে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে সোমবার রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন লোক আবু নাসেরের উপর অতর্কিতভাবে হামলা চালান। পরে গুরুতর আহত অবস্থায় আবু নাসেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় জড়িত থাকার দায়ের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস