১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ভুখা মিছিল
মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ছয়দিনের কর্মসূচি সোমবার (২৫ নভেম্বর) থেকে শুরু করছেন পাটকল শ্রমিকরা।
প্রথম দিন অনাহারি শ্রমিকরা খুলনায় ভুখা মিছিল বের করেন। সকালে হাজারো শ্রমিক হাতে থালা-বাটি ও ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল অংশ নেন। সকাল সাড়ে ৯টায় খুলনার ৯টি পাটকলের মিল গেটে জড় হন শ্রমিকরা। সেখানে সভা শেষে তারা ভুখা মিছিল শুরু করেন। এ সময় খুলনা শিল্পাঞ্চল অনাহারি শ্রমিকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে। মিছিলটি খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব স্ব মিল গেটে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, হুময়ন কবির খান, মুরাদ হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আব্দুল মান্নান, কাউসার আলী মৃধা, মো. হানিফ প্রমুখ । অবিলন্বে তারা ১১দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, শ্রমিকদের ১১ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। ফলে তারা পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ