হাওরাঞ্চলে এখনও জাগেনি বীজতলা, দুঃশ্চিন্তায় চাষিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৯

নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীসহ হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলার হাওরে এখনও পানি থাকায় ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। ফলে বোরো চাষ নিয়ে শঙ্কায় আছেন তারা।

কৃষকরা জানান, সঠিক সময়ে বীজতলা তৈরি করতে না পারলে বোরো চাষে দেরি হবে। এতে আগাম বন্যায় ফসলহানির আশঙ্কা থাকবে।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর নেত্রকোনার ১০ উপজেলায় মোট ১১ হাজার ৮৭৫ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে হাওরাঞ্চলের খালিয়াজুরীতে ১ হাজার ২২৭ হেক্টর, মদনে ১ হাজার ১২৯ হেক্টর, মোহনগঞ্জে ১ হাজার ১২৭ হেক্টর, কলমাকান্দায় ১ হাজার ৩৮৮ হেক্টর ও বারহাট্টায় ১ হাজার ১১ হেক্টর জমি রয়েছে।

সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে বীজতলায় এখনো পানি রয়েছে বলে জানান এ অঞ্চলের চাষিরা। ফলে তারা বীজতলা তৈরি করতে পারছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আরও জানায়, জেলায় এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৭০ হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩৬২ মে.টন ধান। এরমধ্যে খালিয়াজুরীতে ১৯ হাজার ৭৮০ হেক্টর, মদনে ১৭ হাজার ১৫৫ হেক্টর, মোহনগঞ্জে ১৭ হাজার ১০ হেক্টর, কলমাকান্দায় ২১ হাজার ২১০ হেক্টর ও বারহাট্টায় ১৫ হাজার ২২০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হবে। উল্লেখিত উপজেলাগুলোতে আগাম বন্যায় ফসল হানির আশঙ্কা থাকে।

খালিয়াজুরীর কৃষক রহমত আলী তালুকদার বলেন, ‘এবার দেরিতে চারা রোপণ করতে হবে। তাই ফসল ভালো হওয়ার আশা কমছে। আরও ১০-১২ দিন পরে বীজ (জালা) ফেললে তখন শীত চলে আসবে। ফলে ভালো চারা পাওয়া যাবে না। ভালো চারা না হলে ভালো ফসলও হবে না। আর ফসল পাকতে দেরি হওয়ায় আগাম বন্যায় ফসলহানির আশঙ্কা রয়েছে।’

Netrokona-2

খালিয়াজুরী উপজেলার কাদিরপুর গ্রামের কৃষক সুকোমল সরকার জানান, প্রায় প্রতিবছর হাওরে আগাম বন্যায় ফসল নষ্ট হয়। এ বছর এখনো বীজতলা তৈরি করা যাচ্ছে না। দেরীতে বীজতলা হলে ধান রোপণেও দেরী হবে। আর রোপণ করতে দেরী হলে ফসলহানির ঝুঁকি বাড়বে।

একই উপজেলার তাতিয়ানয়াগাঁও গ্রামের সাধন চৌধুরী জানান, ‘ধনু নদীর উৎস এবং সুরমার মোহনা থেকে উত্তরাঞ্চল খানিকটা উঁচু। আবার নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদী থেকে কিশোরগঞ্জের ইটনা পর্যন্ত হাওর এলাকাটি তুলনামূলক নিচু। ওদিকে ইটনা থেকে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যবর্তী মেঘনার মোহনা পর্যন্ত এলাকাটি ভরাট হয়ে উঁচু হয়ে গেছে। বিশেষ করে মেঘনার মোহনা থেকে উত্তর দিকে নদী খনন অত্যন্ত জরুরি। তা না হলে প্রতিবছর অকাল বন্যা থেকে ফসল রক্ষা করা সম্ভব হবে না।’

এ সমস্যা কেবল খালিয়াজুরীর নয়। খোঁজ নিয়ে জানা যায়, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা ও বারহাট্টা উপজেলায়ও একই অবস্থা। এসব এলাকার কৃষকরা জানান, হাওরের বীজতলায় অন্যবছরগুলোতে আরও এক সপ্তাহ আগে ধান বপন করা হতো। কিন্তু এ বছর সেই ক্ষেতে এখনও পানি আছে। ফলে এ অঞ্চলের কৃষকরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন।

কৃষি বিশেষজ্ঞ ও হাওরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বেড়িবাঁধ নির্মাণ, গত বোরো মৌসুমসহ অসময়ে ভারী বৃষ্টিপাত, দীর্ঘদিন ধরে নদী খনন না করায় পলি জমে ভরাট হওয়া এবং মেঘনা নদীতে তিনটি ব্রিজ নির্মাণের কারণে হাওর থেকে পানি সরতে দেরি হচ্ছে।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, হাওরাঞ্চলে আগাম জাতের ধান চাষের পরামর্শ দিচ্ছি। ব্রি-২৮ জাতের ধান বপন করলে আগাম বন্যায় ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে। কিছু কিছু এলাকায় বীজতলা তৈরি করে বীজ বপন শুরু করেছের কৃষকরা। এক সপ্তাহের মধ্যে বীজতলা তৈরির কাজ সম্পন্ন হবে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, বিভিন্ন সভা সেমিনারে হাওরাঞ্চলের কৃষকদেরকে আগাম জাতের ধান চাষের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি বিভাগের সঙ্গে কথা বলে উন্নত জাত ও কমদিনে ফলন সম্পন্ন ধান চাষের পরামর্শ দেয়া হচ্ছে।

কামাল হোসাইন/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।